মুখ্যমন্ত্রীর হাত ধরে তিন তিনটি প্রকল্পের শুভ উদ্বোধন হল মঙ্গলবার। বিকেলে।এদিন জম্পুইজলা ও টাকারজলায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহার হাত ধরে দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও টাকারজলা হাসপাতালের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনের পাশাপাশি ৫ কোটি টাকা ব্যায়ে জম্পুইজলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠের সিন্থেটিক টার্ফ গ্রাউন্ডেরও শুভ উদ্বোধন করেন।১৩৪৭২ জন জনসংখ্যা বিশিষ্ট টাকারজলা দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকাভবনের দ্বারোউদ্ঘাটনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, সিপাহীজলার জেলাশাসক সিদ্দার্থ সিং জেসওয়াল,রাজ্যে স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব ব্রাহ্মিত কর,সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা।৬ কোটি ৭০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এদিনের দ্বিতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের
নবনির্মিত ভবনের।২০২১ সালে এই প্রকল্পটির কাজ শুরু হলেও শেষ হয়েছে ২০২৩ সালে।তখন নির্বাচনী আচরণ বিধির কারণে এই ভবনের দ্বারোউদ্ঘাটন করা সম্ভব হয়ে ওঠেনি ফলে আজ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন ভবনটিকে জনগণের সেবায় উন্মুক্ত করা হয়েছে।আধুনিক মানের এই সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে টাকারজলা বিধানসভার মোট ১১ টি এডিসি ভিলেজের মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে।অন্যদিকে তৃতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে জম্পুইজলা সুধন্ন দেববর্মা মেমোরিয়াল স্কুল মাঠে।প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে এই অত্যাধুনিক সিন্থেটিক ফুটবল মাঠ খেলোয়ারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী ভাষনে বলেন এই সিনথেটিক গ্রাউন্ড উদ্বোধনের ফলে আগামীদিনে রাজ্যর খেলোয়ারা আরও ভালভাবে অনুশীলন করতে পারবে।ফলে আগামী দিনগুলোতে রাজ্যের খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জল করতে পূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।