জল শূন্য কমলাসাগর বিধানসভার চিকিৎসার একমাএ ভরসাস্থল মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।গত এক সপ্তাহ ধরে হাসপাতালটি পুরোপুরি জলশূন্য।জল ছাড়া হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী সহ পরিবার- পরিজনদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।এই পরিস্থিতিতে হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ তথা এমওআইসি রজত ভৌমিক ছুটি নিয়ে বহি:রাজ্যে।ফলে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃসাদিকুর রশিদ ডাঃরজত ভৌমিকের সম্মতি নিয়ে বিষয়টি ডিডাব্লিউএস দপ্তরকে জানান।অভিজ্ঞ প্লাম্বার হাসপাতালের জলের উৎস তথা সাবমার্সিবল সরেজমিনে পর্যবেক্ষণ করে জানিয়ে দিয়েছে ১০০ ফুট নিচে নাকি জলের পাইপ ভেঙ্গে গেছে।শুক্রবার পুনরায় মধুপুর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ডিডাব্লিউএস দপ্তরের সাথে যোগাযোগ করা হলে তারা পুনরায় টেকনিক্যাল টিম পাঠানোর আশ্বস দিয়েছে বলে খবর।যেহেতু সমস্যাটা একটু জটিল তাই ফিনানন্সিয়াল ব্যাপারটাও অনেকটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে।উক্ত সমস্যা সম্পর্কে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডঃসাদিকুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন যেহেতু তিনি ডেপুটেশনে এসেছেন এখানে তাই মেডিকেল অফিসার ইনচার্জের সম্মতি ছাড়া কোন সিদ্ধান্ত নেওয়া উনার পক্ষে সম্ভব নয়।এই পরিস্থিতিতে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পানীয় জল এবং ব্যবহারযোগ্য জলের সমস্যা সমাধান হতে আরও কতটা সময় নেয় সেদিকেই তাকিয়ে সকলে।