অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বিশালগড় রেলস্টেশনে দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।খবর নিয়ে জানা গেছে বিকেলে বিশালগড় রেল স্টেশনে সাব্রুম থেকে আগরতলাগামী ডেমো ট্রেনের সাথে দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পায় বহিরাজের অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।প্রথম দিকে স্টেশনের কর্তব্যরত পুলিশরা ওই ব্যক্তিকে প্ল্যাটফর্ম থেকে তাড়িয়ে দিলেও পার্শ্ববর্তী স্থানীয় লোকজনরা বিষয়টি প্রত্যক্ষ করে ওই ব্যক্তিকে একটি দোকানের সামনে নিয়ে বসায়।সামান্য টিফিন খেতে দিয়ে ওনার কাছ থেকে পরিচয় জানার চেষ্টা করে স্থানীয়রা।কথা বলতে অসুবিধা হওয়া ওই লোকটি সাদা কাগজের মধ্যে ইংরেজি অক্ষরে উনার নাম তরুণ চৌধুরী ও ঠিকানা নর্থ লাখিমপুর উল্লেখ করেন।তখন স্থানীয়দের আর বুঝতে অসুবিধা হয় না যে লোকটি ভবঘুরে নয়।ট্রোক অথবা স্নায়ু রোগের কারণে উনার মুখে জড়তা এসে ছে।ফলে ঠিকভাবে কথা বলা সম্ভব হচ্ছিল উনার পক্ষে।একটা সময় স্থানীয়রা বুদ্ধি করে সাংবাদিকদের কাছে খবর পাঠায়।তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পুরো বিষয়টি প্রত্যক্ষ করার পর অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় উনাকে পৌঁছে দেওয়া হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে।অন্যদিকে লোকটিকে তার পরিবার-পরিজনদের হাতে তুলে দিতে বিশালগড় থানায় ও আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের কাছে বিষয়টি জানানো হয়েছে যেন দ্রুত লোকটি তার পরিবার পরিজনদের খুঁজে পায়।