রবিবার রাতে চড়িলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন কো-অপারেটিভ ব্যাংকের পাশে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে বোলেরো পিক আপ ও লড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আহত ৯।আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহত ৯ জন শ্রমিককে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে।জানা গেছে চড়িলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন কো-অপারেটিভ ব্যাংকের পাশে আগরতলা সাব্রুম সড়কে TR01AC1937 নম্বরের বোলেরো ডিআই গাড়ি করে শ্রমিকরা কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে লড়ির সাথে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহাঙ্গীর মিয়া নামে এক শ্রমিকের।মৃত শ্রমিকের বাড়ি চড়িলামের মধ্যে চারিপাড়া এলাকায়।অন্যদিকে আহত শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।
আহতরা হল ফারুক মিয়া,দুলাল সাহা,দীপক শীল,মিলন মিয়া,সুবল মিয়া,সুহেল মিয়া,আব্দুল মিয়া,রিপন মিয়া ও নাসির মিয়া।তাদের সকলকেই বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহত শ্রমিকদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে রাতেই ছুটে আসেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। আহতদের দ্রুত আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি দুর্ঘটনায় মৃত জাহাঙ্গীর মিয়ার মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।এদিকে হাসপাতালে ছুটে আসে বিশালগড় থানার দায়িত্ব ও প্রাপ্ত পুলিশ অফিসার কপিল পাল সহ বিশাল পুলিশ বাহিনী।যতদূর খবর ঘাতক লড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ জাল বিছিয়েছে গাড়িটিকে জালে তুলতে।