আকস্মিক দুর্ঘটনাকে পুলিশের সাফল্য বলে প্রচার করতে উঠেপড়ে লাগে সিপাহীজলা জেলার পুলিশ প্রশাসন।কোটি টাকার ব্রাউন সুগার সহ দুর্ঘটনাগ্রস্থ মোটরসাইকেল।ঘটনার শনিবার বিকেলে বিশালগড় থানাধীন চড়িলাম বাজার সংলগ্ন এলাকায়।মোটর সাইকেল করে ১.২ কোটি টাকার ব্রাউন সুগার পাচার করার সময় দুর্ঘটনা গ্রস্থ বাইক।আহত এক,গ্রেপ্তার এক এবং পলাতক একজন আসামি।ঘটনার বিবরনে জানা গেছে আগরতলা থেকে সোনামুড়া উদ্দেশ্যে যাওয়ার পথে চড়িলাম পেট্রোল পাম্প্ন সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে বাইক ও চার চাকার অটো ট্রাক।তাছাড়া ঘটনাস্থল থেকে উধাও প্রায় ২৫ লক্ষ টাকার ব্রাউন সুগার। পরবর্তী সময় জনসাধারণের তৎপরতায় ১ কোটি ২০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করতে সফল হয় বিশালগড় এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ। TR07C6598 নম্বরের একটি রয়েল এনফিল্ড বাইক নিয়ে কবির উদ্দিন,আবু তাহের সোনমুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় TR03H1680 নম্বরের চার চাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং রাস্তায় ছিটকে পরে যায়।বাইকে থাকা কবির উদ্দিন এবং আবু তাহের সহ দুটি গাড়ির সংঘর্ষে বিকট শব্দে ঘটনাস্থলে জড়ো হয় স্থানীয়রা।অন্যদিকে মাথায় গুরুতর আহত হয় অটো গাড়ির চালক রসনা দেবনাথ।পরে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং বিশালগড় থানার পুলিশ।কিন্তু পুলিশ আসার পূর্বেই দুর্ঘটনার ফলে রাস্তায় ছিটকে পড়া কোটি কোটি টাকার ব্রাউন সুগার থেকে প্রায় ২৫ লক্ষ টাকা ব্রাউন সুগার উধাও।অন্যদিকে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অটো চালককে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।এদিকে পুলিশের চোখে ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারি আবু তাহের।রাস্তায় ছড়িয়ে ছিটে পড়ে থাকা সমস্ত ব্রাউন সুগার উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন পুলিশ।আর এই খবর ছড়িয়ে পড়তেই পুলিশের উপর মহলে শুরু হয় আনন্দের জোয়ার।