রাঘব বোয়ালের ভূমিকায় আমতলী থানার ওসি।ত্রিপুরা পুলিশে চাকরি সূত্রে উনি এমন অভিজ্ঞতার অধিকারী হয়েছেন যে তিনি দিনকে রাত এবং রাতকে দিন করে দিতে পারে কয়েক মুহূর্তের মধ্যে।বেশ কয়েকটি এনডিপিএস মামলার ক্ষেত্রে এমনই লক্ষ্য করা গেছে।রবিবার ভোরে মতিনগরের নেশা কারবারি মিলন মিয়ার বাড়িতে বিএসএফ ও আমতলী থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১২০০ ইয়াবা ট্যাবলেট,চার কেজি শুঁকনো গাঁজা সহ নেশা কারবারীকে আটক করে।আশ্চর্যের বিষয় হল মিলন মিয়ার বিরুদ্ধে নেওয়া এনডিপিএস মামলায় শুঁকনো গাঁজা এবং মিলন মিয়ার সঙ্গে আটক ওপর সহযোগীর কোন নাম গন্ধ নেই।অন্যদিকে আমতলী থানার পুলিশ মিলন মিয়ার বাড়ির ঠিকানা মতিনগরের বদলে দেখিয়েছে বড়চাতল।অথচ মতিনগর এবং বরচাতল দুটি আলাদা গ্রাম এবং দুটো গ্রামের মধ্যে দূরত্ব কম করেও এক কিমি।পুলিশ সংবাদ মাধ্যমের সামনে যে তথ্য তুলে ধরেছে তা থেকে স্পষ্ট যে পুলিশ কিছু একটা আড়াল করার জোর চেষ্টা চালাচ্ছে।