গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গকুলনগর রাস্তামাথা এলাকা থেকে একটি গাড়িতে প্রচুর পরিমাণে অবৈধ চেরাই কাঠ এবং একটি নম্বর বিহীন কমান্ডার গাড়িতে অবৈধ গাছের লগ,একটি স্ মেইল ও একটি জেনারেটর সহ একটি অ্যাপাচি বাইক উদ্ধার করে বনদপ্তর কর্মীরা। খবর নিয়ে জানা গেছে শনিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সুমিত দেবের নেতৃত্বে বিএসএফ জওয়ান যাত্রাপুর ও মেলাঘর বনদপ্তরের কর্মীরা শনিবার বিকেলে গকুলনগর রাস্তামাথা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান একটি নম্বর বিহীন কমান্ডার গাড়িতে দুটি অবৈধ গাছের লগ এবং TR07B1702 নম্বরে একটি চার চাকার টাটা ম্যাজিক গাড়িতে প্রচুর পরিমাণে অবৈধ চোরাই
কাঠ,১টি কাঠের স-মেইল,১টি জেনারেটর সহ TR07B9853 নম্বরের একটি অ্যাপাচি বাইক উদ্ধার করে।জেলা বনদপ্তরে আধিকারিকের অভিযানের আগাম খবর পেয়ে বনদুস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তী সময় অবৈধ জিনিসপত্র উদ্ধার করে চড়িলাম বনদপ্তর অফিসে নিয়ে আসে বন আধিকারিকরা।উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করতে জেলা বনদপ্তরের আধিকারিকদের তরফে অভিযান যারে থাকবেন বলে জানান।আগামীদিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন জেলা বন দপ্তর অধিকারিক।