কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বি-তল ভবনের শুভ উদ্বোধন হয়েছে মঙ্গলবার।২০২১ সাল থেকে টানা তিন বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ১০০ শতাংশ পাশের হারের ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী।দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা সত্বেও,বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যেভাবে বোর্ডের পরীক্ষায় মেধার পরিচয় দিয়েছে আগামীদিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।নবনির্মিত এই দ্বি-তল ভবন উদ্বোধনের ফলে ছাত্র-ছাত্রীদের এখন আর বসার সমস্যা থাকবে না।পাশাপাশি নবনির্মিত এই দ্বি-তল ভবনে অত্যাধুনিক সব পরিষেবার প্রতি নজর দেওয়া হয়েছে।তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর মহিলা স্বশক্তিকরনের যে লক্ষ্য, তা এই বিদ্যালয়ের মধ্যে দিয়ে এলাকার ছাত্রীদের আরও উন্নত শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে পূরণ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এদিনের এই অনুষ্ঠানে কেন্দ্রীয়মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব,পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা,জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক,সমাজসেবী সুবীর চৌধুরী সহ অন্যান্যরা।