বিশালগড় থানাধীন সিপাহীজলা নৌকাঘাট এলাকায় মঙ্গলবার দুপুরে ২ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জনমনে।বিশালগড়ে চুরি ছিনতাই এখন নিত্য নৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।বিশালগড়ের বিধায়ক মাঠে নামার পর বেশ কিছুদিন চুরি ছিনতাই বন্ধ থাকলেও বর্তমানে আবার শুরু হয়েছে এ ধরনের ঘটনা।গত এক সপ্তাহে বিশালগড় থানা এলাকার বিভিন্ন জায়গায় পাঁচটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে।বাদ যায়নি চড়িলাম মন্ডল সভাপতির বাড়িও।তাছাড়া দুটি চুরি কাণ্ড সংঘটিত হয়েছে বিশালগড় থানার নাকের ডগায়।গতকাল রাতেও উত্তর ব্রজপুর এলাকায় একটি পাম্প হাউজের মোটর চুরি করে নিয়ে যায় চোরের দল।আর আজকে দিন-দুপুরে ধারালো অস্ত্র দেখিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমনে।খবর নিয়ে জানা গেছে বনরুপুইয়া মলসুম(৩২) তৈদুর ব্যাপটিস্ট মিশন প্রাইমারি স্কুলের অডিটের দুই লক্ষ টাকা নিয়ে আগরতলা যাওয়ার পথে সিপাহীজলা নৌকাঘাট এলাকায় পৌঁছে প্রাকৃতিক কাজের জন্য দাঁড়ায়।সঙ্গে সঙ্গেই বাইকে থাকা দুজন ছিনতাইবাজ এসে ধারালো অস্ত্র দেখিয়ে ব্যাগের মধ্যে থাকা ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় উদয়পুরের দিকে।মুহূর্তের মধ্যে কিছু বুঝে উঠতে না পেয়ে বেসরকারি স্কুলের শিক্ষক ঠাই দাঁড়িয়ে থাকে ওই জায়গায়।কিছুক্ষণ পরে তার পরিচিতদের ফোনে পুরো ঘটনার বিস্তারিত জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে।পুলিশ ও অভিযোগে পেয়ে সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নামে।ফলে বিশালগড়কে ঠিক করতে আগরতলা থেকে বাঘা বাঘা অফিসারের আমদানি করলেও বিশালগড় আছে বিশালগড়ের জায়গাতেই।