মঙ্গলবার এক মেগা যোগদান সভার মধ্যে দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের মহড়া শুরু করে দিল চড়িলাম মন্ডল।এদিন চড়িলামের আড়ালিয়া এলাকায় সিপিএম ও কংগ্রেস ছেড়ে ৭৩ পরিবারের মোট ৩০৮ জন ভোটার বিজেপিতে সামিল হয়েছে যিষ্ণু দেববর্মনের হাত ধরে।২০২৩ বিধানসভা নির্বাচনের পর আড়ালিয়া বাজারের যে জায়গায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়েছিল মঙ্গলবার সেখানেই নতুন পার্টি অফিসের উদ্বোধন ও যোগদান সভা করে বিরোধীদের কড়া বার্তা দিল রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ।চড়িলামের চাঞ্চল্যকর রাজনৈতিক সংঘর্ষে মৃত্যুবরণকারী শহীদ মিয়ার বাড়িও সেই আড়ালিয়া এলাকাতেই।এই এলাকাতে বরাবরই বিজেপির তুলনায় বিরোধীরা শক্তিশালী।কিন্তু জিষ্ণু দেববর্মন সহ মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের হাত ধরে এখন পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হতে চলেছে।যার বাস্তবায়ন দেখা গেল মঙ্গলবার বিকেলে আড়ালিয়া বাজারে।গত বিধানসভা নির্বাচনে চড়িলামে যারা বিরোধীদের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছিল তারাই প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন এবং মাইনোরিটি কপোরেশনের চেয়ারম্যান জসীম উদ্দীনের হাত ধরে বিজেপির পতাকা তলে সামিল হয়েছে।