কমলাসাগর বিধানসভার বিধায়িকার অক্লান্ত পরিশ্রমে অবশেষে সুফল পেতে চলেছে কমলাসাগরবাসী।অত্র এলাকার জনগণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে রাস্তারমাথা থেকে কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত মূল সড়কটি পূর্ত দপ্তরের ন্যাশনাল হাইওয়েতে অন্তভুক্ত করায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃমানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বিধায়িকা অন্তরা সরকার দেব।গত এক দশক ধরে এই রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়ে আছে।কিন্তু কারোর কোন হেলদোল ছিল নেই।এলাকার বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর নজরে নেন।এরপর দফায় দফায় কেন্দ্রীয় নির্মাণকারী সংস্থা এনবিসিসি এবং রাজ্য পূর্ত দফতরের আধিকারিকদের নিয়ে বারকয়েক রাস্তাটি সরজমিনে পর্যবেক্ষণ করেন।গত ২১ অক্টোবর যখন মুখ্যমন্ত্রী মহা সপ্তমীতে কমলাসাগরে বস্ত্র বিতরণে অংশগ্রহণ করেছিলেন তখনও তিনি বিষয়টি উনার নজরে নিয়েছিলেন।তখন তিনি বিধায়িকাকে আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে।এরপর গত ৩০ নভেম্বর ন্যাশনাল হাইওয়ের এর চিফ ইঞ্জিনিয়ার সহ উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠকের পরেই বিষয়টিতে চূড়ান্ত সীলমোহর পড়ে।যার ফলস্বরূপ দপ্তর গত ১৩ ডিসেম্বর ৩৪ কোটি ২২ লক্ষ টাকার টেন্ডার কল করে রাস্তাটি নতুন করে তৈরি করার জন্য।এখন কেন্দ্রীয় নির্মাণকারী সংস্থা এনবিসিসি রাস্তাটি মেরামত করে পূর্ত দপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য শুক্রবার মেরামতির কাজে হাত লাগায়।যার তদারকি করতে বিধায়িকা অন্তরা সরকার দেব খোদ মাঠে নামেন।