বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট এম্বুলেন্সের শুভ উদ্বোধন হয়ে গেল মথুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।দুই দশক আগের জরাজীর্ণ এম্বুলেন্সটি বর্তমানে রোগীদের চাহিদা অনুযায়ী পাল্লা দিয়ে উঠা মোটেই সম্ভবপর হয়ে উঠছে না।এই পরিস্থিতিতে কয়েক বছর ধরেই প্রাইভেট গাড়ির উপর নির্ভর করে আসতে হচ্ছিল সাধারণ মানুষকে।ফলে এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব নির্বাচনের পূর্বে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এই এলাকা থেকে নির্বাচিত হয়ে আসলে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করবে সাধারণ মানুষের সুবিধার্থে।যেই কথা সেই কাজ।বিধায়িকা নির্বাচিত হয়ে আসার পর প্রথম বৈঠকেই তিনি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১৫ লক্ষ টাকা মঞ্জুর করেন নতুন এম্বুলেন্সের জন্য।দীর্ঘ আট মাস পর কমলাসাগর বাসীর সেই স্বপ্ন পূরণ হল বৃহস্পতিবার।নতুন এই অ্যাম্বুলেন্সটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট ভেন্টিলেশন সিস্টেম ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সহ অন্যান্য সুযোগ সুবিধা।ফলে এখন থেকে রোগীদের আপৎকালীন পরিস্থিতিতে মধুপুর হাসপাতাল থেকে অন্যান্য হাসপাতালে রেফার করা রোগীরা খুবই উপকৃত হবে।