বিশালগড়ে শারদীয়া দুর্গোৎসব নির্ভীগ্নে সম্পন্ন হওয়ার পেছনে যাদের অবদান ছিল সবচেয়ে বেশি শুক্রবার সন্ধ্যায় তাদের সকলকে সংবর্ধনা প্রদান করেন বিধায়ক সুশান্ত দেব।এতে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি, বিশালগড় মহকুমা শাসক,অতিরিক্ত মহকুমা শাসক অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ পূর্ত,বিদ্যুৎ ও অন্যান্য সকল লাইন ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মকর্তারা।পাশাপাশি ছিলেন বিশালগড় পুর পরিষদের কর্মকর্তারা।এদিন বিধায়ক নিজে প্রত্যেককে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন।পরে সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক বলেন সদ্য সমাপ্ত বিশালগড়ের শারদীয়া দুর্গোৎসব কার্যত গোটা রাজ্যের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।বিশেষ করে এর সার্থকতার জন্য আরক্ষা প্রশাসনের পাশাপাশি অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তারও অক্লান্ত পরিশ্রম করেছে।তাই তাদের প্রত্যেককে উপযুক্ত সম্মান প্রদানের লক্ষ্যই এদিনের এই আয়োজন বলে উল্লেখ করেন।
 
			






















 
                                 
                                
 
							











