ডঃএপিজে আব্দুল কালামের ৯৩ তম জন্ম তিথিতে “জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের” প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশালগড় বাইপাস সংলগ্ন মাদ্রাসায় ১৫০ জন আবাসিক ছাত্রের হাতে বস্ত্র,ধর্মীয় টুপি ও ফল মিষ্টি তুলে দেওয়া হয়েছে।পাশাপাশি আমতলী নব প্রান্তিক অনাথ আশ্রমে বৃদ্ধ মা ও শিশু মিলে মোট ৮০ জনের মধ্যে বস্ত্র,ফল মিষ্টি,বরজলা আপনাঘর বৃদ্ধাশ্রমে ৬৫ জনের মধ্যে খাদ্য ও ফল মিষ্টি এবং সর্বশেষ কৈলাসহর টিলা বাজার মাদ্রাসায় ১৫০ জন আবাসিকের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে জালাল ফাউন্ডেশনের তরফে।আগামীদিনে ও রাজ্যের যেকোন প্রান্তের সাধারণ মানুষের অসুবিধায় ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়াতে সর্বদা প্রস্তুত বলে জানান।