বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দী আনুমানিক ৪৩ বছরের বাবুল দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বিচারাধীন বন্দী বাবুল দাসের মৃত্যুর ঘটনায় কারোর কাছে কোনও তথ্য থাকলে তা তিনি সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তার (পিপি) কাছে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে লিপিবদ্ধ করতে পারবেন।সিপাহীজলা জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,গত ৯ অক্টোবর থেকে এই ঘটনায় বক্তব্য লিপিবদ্ধ করার কাজ শুরু হয়েছে। এই ঘটনার তদন্ত যাতে যথাযথভাবে সম্পন্ন হয় সেজন্য আত্মীয় পরিজন সহ কারোর কোনও বক্তব্য থাকলে তা লিপিবদ্ধ করা যাবে।উল্লেখ্য,পশ্চিম ত্রিপুরা জেলার অরুন্ধতীনগর পুলিশ থানার অন্তর্গত ক্যাম্পেরবাজারের নন্দীটিলার বাসিন্দা মৃত হরচন্দ্র দাসের পুত্র বাবুল দাসের বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দী থাকা অবস্থায় গত ২৯ আগস্ট দুপুর ১টা ২০ মিনিট নাগাদ বিশালগড় মহকুমা হাসপাতালে মৃত্যু হয়।