যেমন কথা তেমন কাজ।কমলাসাগর কালী মায়ের মন্দিরকে ঢেলে সাজানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়িকা শনিবার তার আরও এক ধাপ এগিয়ে গেল।কমলাসাগর সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আজ বিধায়িকা অন্তরা সরকার দেবের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আড়াই লক্ষ টাকা ব্যায়ে নতুন এরিকা প্লেইট মেকিং মেশিন তুলে দেয়া হয়েছে ভগবান ফেডারেশনের মহিলাদের হাতে।ফলে ভগবান ফেডারেশনের অধীন মোট ৩৭টি সেলফ হেল্প গ্রুপের প্রায় ৩৭০ জন মহিলা এখন থেকে কমলা সাগর কালী মন্দিরের দীঘির চারপাশে লাগানো পাম গাছের খোল থেকে থাল ও বাটি তৈরি করে স্বাবলম্বী হওয়ার পথে আরও এগিয়ে যেতে পারবে।বিধায়িকা অন্তরা সরকার দেব জানান কমলাসাগর কালী মায়ের মন্দিরের উন্নয়নকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে উনার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকালের যে স্লোগান আজকে তারই একটা বাস্তব রূপ পেল।পাশাপাশি অসীমান্তিক ক্যাফেটরিয়ার কর্ণধার লিটন ভৌমিকও উনার ডাকে সাড়া দিয়ে সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের পাশে দাঁড়িয়েছেন।তিনি অনুষ্ঠানস্থলেই ঘোষণা দিয়েছেন সেল্ফ হেল্প গ্রুপের মহিলারা যত সংখ্যক থাল ও বাটি তৈরি করবেন তার সবগুলোই তিনি ক্রয় করবেন সঠিক মূল্যে এবং আগামীদিনে পর্যটকদের প্লাস্টিকের বদলে অর্গানিক ভাবে তৈরি এই থাল ও বাটির মধ্যেই ভোজন পরিবেশন করবে বলে প্রতিশ্রুতি দেন।এদিনের এই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদিপ সরকার,অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ টি.আর.এল.এমের আধিকারিকরা।