রাজ্যে দূরপাল্লার ট্রেন পরিষেবার আরও সম্প্রসারণ ঘটছে । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত সম্প্রসারণে রেল বোর্ডের অনুমোদন দিয়েছে। ফলে, ত্রিপুরার শেষ প্রান্ত এখন দূরপাল্লার ট্রেনে যুক্ত হতে চলেছে।
বর্তমানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সপ্তাহে চারদিন আগরতলা থেকে শিয়ালদহ রুটে উভয়দিকে যাতায়াত করছে। ওই ট্রেন এবার সাব্রুম পর্যন্ত যাবে । সাব্রুম থেকে রওয়ানা দিয়ে ওই ট্রেন আগরতলা পর্যন্ত পথে উদয়পুর বাণিজ্যিক স্টপেজ দেবে। তাতে, দূরপাল্লার ট্রেনে সাব্রুম ছাড়া উদয়পুরও জুড়ে যাচ্ছে।
পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফে জানা গেছে , খুব শীঘ্রই সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়ে যাবে। রেল সুত্রে খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার সাব্রুম থেকে সকাল ৬টা ২০ মিনিটে শিয়ালদহ-র উদ্দেশ্যে রওয়ানা দেবে। সকাল ৭টা ১২ মিনিটে উদয়পুর স্টেশনে পৌছবে এবং ৭টা ১৪ মিনিটে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেবে। আগরতলা স্টেশন থেকে ওই ট্রেন যথারীতি পূর্বের সময় অনুযায়ী ৮টা ১৫ মিনিটে শিয়ালদহ-র উদ্দেশ্যে রওয়ানা দেবে। শিয়ালদহ যাওয়ার পথে বাকি সমস্ত স্টেশনে বাণিজ্যিক স্টপেজ অপরিবর্তিত রয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরিষেবা সম্প্রসারণ করায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। তিনি বলেছেন,এক্সপ্রেসের যাত্রা সম্প্রসারণ হওয়ায় রাজ্যের মানুষ দারুন উপকৃত হবেন।