বিজেপি শাসিত পুরপরিষদ ও পুরনিগমের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার দিল্লির বিজেপি সদর দপ্তরে দলীয় প্রশিক্ষণ বৈঠক হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্বের প্রশিক্ষণ বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, রাষ্ট্রীয় সহ-সংগঠন মন্ত্রী শিবপ্রকাশ ,বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, ,বিনয় সহস্রবুদ্ধে সহ অন্যরা । বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে অংশ নেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং রাজ্য বিজেপির প্রশিক্ষণ আহবায়ক তথা প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী । ত্রিপুরার প্রতিনিধি হিসাবে কনভেনার শ্রীচক্রবর্তী রাজ্যভিত্তিক জেলা পরিষদের প্রশিক্ষণ বর্গের বিগত বৈঠকের পর্যালোচনা রিপোর্ট পেশ করেন । গত ১২ এবং ১৩ আগস্ট পশ্চিমবঙ্গে ওই প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হয় । এদিন দিল্লির বৈঠকে কেন্দ্রীয় শীর্ষ প্রশিক্ষকগন পুর সংস্থার নির্বাচিত প্রতিনিধিদের দলীয় কায়দা কানুনের নির্দেশিকা দেন ।আগামী দিনে পুর ও পঞ্চায়েত স্তরের পদাধিকারীদের নিয়ে প্রশিক্ষণ বৈঠক হতে চলেছে। রাজ্যের বিভিন্ন সংস্থা গুলির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আটটার মতো প্রশিক্ষণ শিবির হতে পারে। এ দিনের বৈঠকে প্রশিক্ষণের রূপরেখাও তৈরি করা হয়। সারাদেশেই পুর সংস্থা সহ বিভিন্ন নির্বাচিত জন প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে চলেছে। তাতে রাজ্যের প্রশিক্ষকগণের পাশাপাশি কেন্দ্রীয় প্রশিক্ষকগণও অংশ নেবেন । এদিন দিল্লির বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে দশটা নাগাদ বৈঠক শুরু হয় ।তা চলে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।