রাজ্যেও হয়েছে রোজগার মেলা । সোমবার শালবাগানস্থিত বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । এ দিনের কর্মসূচিতে রাজ্যের ২০১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রিসহ অন্যান্যরা । বাকি ২৩৭ জনের হাতে নিয়োগপত্র ডাকযোগে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে । বিএসএফে এদিন সিংহভাগ নিয়োগপত্র পেয়েছেন । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রোজগার মেলা আট বছরে পা দিয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনন্য উদ্যোগ এই রোজগার মেলায় ইতিমধ্যেই গোটা দেশে এখনো পর্যন্ত মোট ৫ লক্ষেরও বেশী যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আগামীতে আরো ৫ লক্ষ যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র । তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি অভিভাবকের মত সবার জন্য চিন্তা করেন ।দেশের অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্যে তিনি প্রতিনিয়তই বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছেন ।রোজগার মেলাও তারই অঙ্গ । প্রতি ছয় মাস অন্তর অন্তর রোজগার মেলা হয়ে থাকে । তিনি বলেন ,আগামীতে আরো অধিক সংখ্যক রাজ্যের ছেলে মেয়ে অফার পাবে । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন চন্দ্রায়ন-৩ অভিযানের বিষয়েও উল্লেখ করেন । তিনি বলেন, সদ্য নিয়োগপ্রাপ্তরাই হতে চলেছে আগামীর ভবিষ্যৎ। তিনি আরো বলেন, দেশের সর্বোচ্চ সংখ্যক যুবশক্তিকে রাষ্ট্র নির্মাণে কাজে লাগানোই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার । এদিন বিএসএফ -২৮৫ জন, সিআরপিএফ -১০০ জন, সিআইএসএফ -৪৯ জন, এস এস বি -১২ জন এবং আইটিবিপি – ১ জন নিয়োগপত্র পেয়েছেন । এ দিনের কর্মসূচিতে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি,সিআরপিএফের আইজি সহ বিভিন্ন সুরক্ষা বাহিনীর পদস্থ আধিকারিকগন উপস্থিত ছিলেন।