ভারতীয় রেলের নির্মাণকারী সংস্থা ইরকন এবং এলএনটি কোম্পানির বরাত প্রাপ্ত বেসরকারি নির্মাণ সংস্থার তরফ আগরতলা থেকে সাব্রুম রুটে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে।এই শ্রমিকদের গাফিলতির ফলেই আজকের এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।আগরতলা সাব্রুম আপ ট্রেন নম্বর ০৭৬৮২ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার সংলগ্ন রেল ব্রিজের কাছে পৌঁছতেই একটি পাথর বোঝাই ট্রলির সাথে সজোড়ে ধাক্কা খায়।এতে বিকট শব্দে কয়েক টুকরো হয়ে ট্রলির একাংশ আটকে পড়ে রেল ট্র্যাকের উপর।সঙ্গে সঙ্গে পাইলটও বিপদ বুঝে ব্রেক কষেন।ফলে ট্রেনটি কয়েকশো মিটার দূরে গিয়ে থামে।ভাগ্যিস রেল ইঞ্জিন সহ একটি বগিও রেল ট্র্যাক থেকে নিচে নামেনি।যার দরুন কোন হতাহতের খবর নেই।সঙ্গে সঙ্গে লকো পাইলটের তরফে খবর পৌঁছানো হয় কন্ট্রোলরুমে।প্রায় দেড় ঘন্টা পর টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয় যন্ত্রাংশ নিয়ে।পাশাপাশি আগরতলা থেকে একটি রেল ইঞ্জিনও পাঠানো হয় রেলটিকে বিশালগড় স্টেশনে পৌঁছাতে।দীর্ঘ দুই-আড়াই ঘন্টা পর রেল ট্র্যাক থেকে ট্রলির যন্ত্রাংশ গুলি কেটে বের করতে সক্ষম হয় টেকনিক্যাল টিমের সদস্যরা।হলে হাফ ছেড়ে বাঁচে যাত্রীরা।