২০ সদস্য বিশিষ্ট জন আরোগ্য মিশনের নতুন কমিটি গঠন করা হয়েছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালের পুরোনো রোগী কল্যাণ সমিতির কমিটি ভেঙে দিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নব গঠিত জন আরোগ্য মিশনের কমিটিতে তিনটি পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্টজনদের অন্তর্ভুক্ত করা হয়েছে।এতে করে অত্র এলাকার আয়ুষ্মান কার্ড হোল্ডার ছাড়াও অন্যান্যরা এখন থেকে বিনামূল্যে হাসপাতালের পরিষেবা গ্রহণ করতে পারবে বলে জানান বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা।এদিনের এই অনুষ্ঠানে সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ সাহা,বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা,সিপাহীজলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন বিশ্বজিৎ সাহা,বিশিষ্ট সমাজসেবী সুবীর চৌধুরী,হাসপাতালের ইনচার্জ সহ অন্যান্য ডাক্তার ও গ্রাম প্রধানরা উপস্থিত ছিলেন।