ব্যাঙের ছাতার মতো গঁজিয়ে উঠেছে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি।আর এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি থেকে লোন নিয়ে প্রায়শই প্রতারণার শিকার হচ্ছে গ্রাহকরা।সোমবার বিকেলে এমনই একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিশালগড়ে।খবর নিয়ে জানা গেছে মাইক্রো ফাইন্যান্স থেকে লেনদেন শেষে ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাওয়া সত্বেও নাকি বলা হচ্ছে এখনো লোন ক্লেয়ার হয়নি।বিশালগড় জাঙ্গালিয়া এলাকার পীজুষ দেবনাথ অফিসটিলা এলাকার VFS নামক একটি মাইক্রোফাইন্যান্স থেকে দু-বারে ৫২ হাজার টাকা লোন নিয়েছিল করোনার আগে।তিনি ১৪ দিন পর পর কিস্তি দিয়ে দু-টি লোনই পরিশোধ করে নিয়েছে।যার জন্য তাকে মাইক্রো ফাইন্যান্স থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেটও দেওয়া হয়েছে।সম্প্রতি অন্য একটি মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিতে গেলে পীযূষকে বলা হয় আপনার সিভিল স্কোর খারাপ তাছাড়া পূর্ববর্তী লোনের এখনো ৯,৮৮০ টাকা বকেয়া রয়েছে।এই কথা শুনে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা হত দরিদ্র গাড়ি চালক পীজুষের।গত কয়েকদিন ধরে মাইক্রো ফাইন্যান্সের দ্বারে দ্বারে ঘুরলেও তাকে কোন পাত্তাই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।অন্যদিকে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ম্যানেজারও স্পষ্ট কোনও ধরনের উত্তর দিতে পারেনি।