শনিবার কৈলাশহর মহকুমার চন্ডীপুর- শ্রীরামপুর সীমান্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সীমান্ত পরিদর্শনের সময় গ্রামবাসীদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। এলাকায় নদীর ভাঙ্গনে গ্রামবাসীদের সমস্যা সরেজমিনে প্রত্যক্ষ করেন। সেই সঙ্গে গোটা বিষয়টি নিয়ে খুব সহসাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফকে নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি কাঁটাতারের বেড়া মেরামত করা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। শনিবার একদিনের সফরে বিভিন্ন কর্মসূচি নিয়ে উনকোটি জেলায় পা রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন সকালে আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনে চেপে কুমারঘাট যান তিনি। সেখান থেকে সড়ক পথে কৈলাশহরে যান মুখ্যমন্ত্রী। কৈলাশহরের উনকোটি কলাক্ষেত্রে ইন্টেন্সিফায়েড মিশন ইন্দ্র ধনুশ ৫.০ টিকাকরণ কর্মসূচিতে অংশ গ্রহণের পর প্রশাসনের আধিকারিকদের নিয়ে সীমান্ত এলাকা পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য টিঙ্কু রায় ও সুধাংশু দাস, উনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা সহ রাজ্য প্রশাসন ও বিএসএফের পদস্থ আধিকারিকগণ। উল্লেখ্য, চন্ডীপুরের সমরুরপার এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া অনেক পুরনো হওয়ায় বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। কাঁটাতারের বেড়া জরাজীর্ণ দশা হওয়ায় নদীর পার ভাঙনের কারনে বেড়ার কিছু অংশ নদীর জলে ভেসে যায়। এতে সংশ্লিষ্ট এলাকায় গরু পাচার, অবৈধ অনুপ্রবেশ, চোরের উপদ্রব সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় বলে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সীমান্ত এলাকা পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ। এদিন চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সহ সীমান্ত অপরাধ দমন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বিএসএফ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী।