সোমবার রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে কমলাসাগর কালীমায়ের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।রাজ্যে ক্ষমতা পালাবদলের পর বর্তমান সরকার দু-বছর আগে কমলাসাগর কালী মায়ের মন্দিরকে সাজিয়ে তুলতে একটি রোডম্যাপ তথা ডিপিআর তৈরি করে জমা করা হয়েছিল রাজ্যের পর্যটন দপ্তরে।পরে রাজ্যের পর্যটন দপ্তরের মাধ্যমে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্য সরকার মায়ের মন্দিরে পূণার্থী ও পর্যটকদের জন্য একটি মেগা পরিকল্পনা গ্রহণ করে।সোমবার রাজ্যের পর্যটন মন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ একটি বৈঠক করেন এবং খুব দ্রুত কমলাসাগর কালী মায়ের মন্দিরের সুন্দরায়নের কাজটি সম্পন্ন করতে নির্দেশ দেন।মোট ১৭ কোটি ৬৬ লক্ষ টাকার আর্থিক বরাদ্দ করা হয়েছে বলে খবর।এই প্রকল্পে কমলাসাগর কালীমায়ের মন্দির প্রাঙ্গণে যাতায়াতের জন্য রাস্তাঘাটের মেরামত করা,দিঘির চারপাশকে সাজিয়ে তোলা,ছোট ছেলে মেয়েদের জন্য পার্ক, গাড়ি পার্কিং,পিকনিক স্পটটিকে আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে বলে জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।এদিনের অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন,জেলাশাসক,মহকুমা শাসক,জেলা পুলিশ সুপার,জেলা বন আধিকারিক সহ অন্যান্যরা।