চিকিৎসা তো দূরের কথা রোগীকে হাত দিয়ে ধরার প্রয়োজনীয়তাটুকু বোধ করলেন না চিকিৎসক।ঘটনা বৃহস্পতিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে।এদিন রাতে হাসপাতালের ড্রেনের পাশে এক রোগীকে পড়ে থাকতে দেখে হাসপাতালে ছুটে আসেন আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পথচারীরা।খবর নিয়ে জানা গেছে বৃহস্পতিবার রাতে হরিশ নগর চা বাগান এলাকার রঞ্জন কর্মকার তার পায়ের সমস্যা নিয়ে মহাকুমা হাসপাতালে চিকিৎসা করতে আসেন।কিন্তু হাসপাতলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জন কর্মকারের অবস্থা দেখতে পেয়ে তাকে অবহেলা করে চিকিৎসা না করিয়ে হাসপাতালের বাইরে ড্রেনের পাশে মাটিতে শুইয়ে রাখে।দীর্ঘ ২ ঘণ্টার অধিক সময় ধরে রোগীকে বাইরে পড়ে থাকতে দেখে পথ চলতেই সাধারণ মানুষ চিকিৎসকদের উপর যখন চাপ সৃষ্টি করেন।তখন অবস্থা বেগতিক বুঝতে পেরে তড়িঘড়ি ছুটে এসে তাকে ড্রেনের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে এম্বুলেন্সে করে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।এখন প্রশ্ন হচ্ছে বিশালগড় হাসপাতালের চত্বরে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়।আর কত দিন অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা পাওয়ার জন্য?