আগরতলার নেতাজি চৌমুহনীতে শুক্রবার জি এস টি ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।ভবনের উদ্বোধন করে তিনি বলেন ,এই ভবন রাজ্যের রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করবে ।শ্রীমতি সীতারমন বলেন,জি এসটি চালু হওয়ায় ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির অনেক সুবিধা হয়েছে। এই রাজ্যগুলিতে ব্যবসা বাণিজ্যের পরিকাঠামো অনেক বেশী সম্প্রসারিত হয়েছে।তিনি বলেন, জিএসটি চালু হওয়ার আগে ২০১৬-১৭ অর্থবছরে কেন্দ্রীয় বিক্রয় কর থেকে পাওয়া ত্রিপুরার শেয়ারের পরিমাণ ছিল ৪.২১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে আন্ত:রাজ্য বাণিজ্য থেকে কর আদায় হয়েছে ৯৮২.৫০ কোটি টাকা। গত কয়েক বছরের ব্যবধানে এই পরিসংখ্যানই বলছে জিএসটি চালু হওয়ায় ত্রিপুরার মত ছোট্ট রাজ্য কতটা লাভবান হয়েছে।এদিন রাজ্যের মানুষের প্রশংসায় তিনি বলেন,ত্রিপুরার মানুষ খুবই সচেতন। তারা খুব অতিথিবৎসলও।ভৌগোলিক দিকদিয়ে এই রাজ্যের কিছু কিছু অঞ্চল দূরবর্তী হলেও জিএসটি’র সুবিধা যথাযথভাবে পেতে হলে সবার কাছে পৌঁছতে হবে। দুই দিনের শহরে এদিন রাজ্যে আসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এমবিবি বিমানবন্দরে এদিন তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা ।