মঙ্গলবার কমলাসাগর তাঁরাপুর সীমান্তহাট পুনরায় খোলার বিষয়ে দুই দেশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বাংলাদেশের তরফে ব্রাহ্মণবাড়িয়া জেলার এডিএম হেলেনা প্রবীণ,বিজিবি এবং কসবা থানার ওসি সহ উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন অন্যদিকে ভারতের তরফে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে,মহকুমা শাসক তথা বর্ডারহাট কমিটির চেয়ারম্যান বিনয় ভূষণ দাস সহ বিএসএফের আধিকারিকরা উপস্থিত ছিলেন।দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কমলাসাগর তাঁরাপুর সীমান্তহাট কিভাবে পুনরায় শুরু করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।পাশাপাশি দীর্ঘদিন ধরে সীমান্ত হাটের জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় নানান সমস্যা ও সামনে উঠে এসেছে এগুলি দ্রুত কিভাবে সমাধান করে পুনরায় এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।তবে কবে নাগাদ সীমান্ত হাট পুনরায় চালু করা হবে তার দিন তারিখ ঠিক না হলেও খুব সহসাই কমলাসাগর তাঁরাপুর সীমান্ত হাটের দরজা উভয় দেশের মানুষের জন্য খুলে যাবে বলে আশা প্রকাশ করেন দুদেশের প্রতিনিধি দল।