আন্তর্জাতিক পাচার চক্রের চাঁইদের খপ্পরে পড়ে গত ২২মে বাংলাদেশী মা,মেয়ের সম্ভ্রম খোয়ানোর ঘটনায় অভিযুক্তদের জালে তুলতে শুরু করেছে মধুপুর থানার পুলিশ।ঐদিন সন্ধ্যা থেকে রাত আড়াইটা পর্যন্ত বাংলাদেশী মা ও মেয়েকে শারীরিক ও দৈহিক হেনস্তাকান্ডে যারা জড়িত ছিল তাদেরকে একে একে জালে তুলতে শুরু করেছে পুলিশ।MDPH Case no-16 এর মধ্যে মুখ্য অভিযুক্ত কৈয়াডেপার লস্কর পাড়ার বাসিন্দা নারায়ন দাস(২৪)কে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাস্তারমাথাস্থিত একটি ভাড়াটিয়া বাড়ি থেকে মধুপুর থানার সাব ইন্সপেক্টর অনিমেষ পালের নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।পাশাপাশি তার ঘর থেকে আরেক অভিযুক্ত কৈয়াডেপা নিবাসী রংমিয়ার TR-03-L-4969 নম্বরের পালসার বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।যদিও সে পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে।কিন্তু খুব শীগ্রই একে একে সবাইকে জালে তোলা হবে বলে জানান মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাস।এদিকে নারায়ন দাসকে শুক্রবার কোর্টে সপোর্দ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান তিনি।