বিশালগড়কে যানজট মুক্ত করতে এবং ট্রাফিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে বৃহস্পতিবার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এদিন বিধায়ক এবং মহাকুমা শাসকের পৌরহিত্যে বিশালগড় পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে উক্ত বৈঠক।বৈঠকে ট্রাফিক পুলিশ,বাজার ব্যবসায়ী,কাউন্সিলর এবং মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরাও অংশগ্রহণ করেন।বৈঠক শেষে আহূত সাংবাদিক সম্মেলনে প্রথমেই বিধায়ক দুইদিন আগে বিশালগড় বাজারে ট্রাফিক যানজটের কারণে একটি অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।আগামীদিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য যানচালকদের নির্দিষ্ট জায়গায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠা নামানোর জন্য আহ্বান জানান।যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে বৃহস্পতিবার একজন গাড়ির ড্রাইভার মহকুমা শাসকের সাথে অসভ্য আচরণের জন্য যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামীদিনেও তা জারি থাকবে বলে জানান।ফলে বিশালগড়ে অযথা যানজট সৃষ্টি করলে আগামী দিনে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিধায়ক,মহকুমা শাসক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।