তেলিয়ামুড়া থেকে গোপাল সিং এর রিপোর্টঃ
গোপন সূএের খবর অনুযায়ী শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মাদক বিরোধী অভিযান চালায়।তেলিয়ামুড়া থানার পুলিশ ত্রিশাবাড়ি ট্রাই-জংশন এলাকায় হানা দিয়ে দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে।
আটক দুই ব্যক্তি হল সন্তোষ দেববর্মা (৩৯),পিতা শারৎ দেববর্মা,বাসিন্দা গায়াচরণ,থানা রাধানগর, পশ্চিম ত্রিপুরা।অন্যজন শ্যামল দেববর্মা (৩০), পিতা অখিল দেববর্মা,বাসিন্দা বিনাকুব্রা,থানা মান্দাই পশ্চিম ত্রিপুরা। তাদের বহন করা দুটি পিঠু ব্যাগ থেকে মোট ১৭ কেজি ৯০০ গ্রাম শুঁকনো গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর তেলিয়ামুড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে,আটক দুই ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের অধীনে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হবে।আগামীদিনেও মাদক বিরোধী অভিযান জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।
































