মঙ্গলবার রাতে আগরতলায় জিআরপি থানার পুলিশ ও আরপিএফ মিলে ১ জন ড্রাগ প্যাডলার কে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৭কেজি ২৬৫ গ্রাম শুঁকনো গাঁজা।৭ টি পেকেটে এই গাঁজাগুলি রাখা হয়েছিল ১টি পিটের বেগের মধ্যে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে এগুলি সে করিমগঞ্জ হয়ে কানপুরে নিয়ে যেতে চেয়েছিল।তার নাম রাহুল কুমার বাড়ি বিহারের
মেডিপুরায়।