বিশালগড়,উদয়পুরের পর এবার দামছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা টেবলেট আটক করে এক প্রকার কম্পন ধরিয়ে দিয়েছে নেশা কারবারিদের মধ্যে।আর.কে পুর থেকে বদলি হয়ে দামছড়া থানার ওসির দায়িত্বভার গ্রহণ করেই একের পর এক নেশা বিরোধী অভিযান চালিয়ে রীতিমত খবরের শিরোনামে সাব ইন্সপেক্টর সঞ্জয় মজুমদার।দামছড়া এলাকা বরাবরই মিজোরাম হয়ে এিপুরায় নেশা পাচার বাণিজ্যের করিডোর।বৃহস্পতিবার সকালে গোপন সূএের খবরের ভিওিতে দামছড়া থানার ওসি সাব ইন্সপেক্টর সঞ্জয় মজুমদার উৎ পেতে বসে পুলিশ টিম নিয়ে।কিছুক্ষণ পরেই পুলিশের নজরে আসে মিজোরামের দিক থেকে TR01BG0314 নম্বরের বোলেরো গাড়িটি আগরতলার দিকে আসছে।মুহূর্তেই পুলিশ গাড়িটিকে থামার নির্দেশ দেয়।এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৪৬ হাজার ইয়াবা টেবলেট সহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।যার বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা হবে বলে জানিয়েছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।