নিজস্ব সংবাদদাতাঃগোপাল সিং।
অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বড় সাফল্য পেল দামছড়া থানার পুলিশ।বুধবার গভীর রাতে নাকা পয়েন্ট চেকিং চলাকালীন প্রায় ৫০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করে।এই অবৈধ কারবারের সাথে যুক্ত দুই ব্যক্তিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে দামছড়া থানার অন্তর্গত এলাকায় নাকা পয়েন্টে TR01-AA-0260 নম্বরের একটি ইকো গাড়িতে তল্লাশি চালানো হয়।তল্লাশি চলাকালে গাড়ি থেকে ৫০ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে।প্রতি কার্টুনে ছিল ৫০০ প্যাকেট এবং সব মিলিয়ে মোট ২৫,০০০ প্যাকেট সিগারেট বাজেয়াপ্ত করেছে দামছড়া থানার পুলিশ।