মঙ্গলবার ৪৯ নং বিএসএফ কমলাসাগর বিওপির উদ্যোগে মিয়াপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে সিভিক অ্যাকশন প্রোগ্রাম।এদিন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অজিত কুমার ফিতা কেটে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এদিন সমাজে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করে তুলতে মোট ছয় জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ থেকে শুরু করে খাতা,কলম,জিওমেট্রি বক্স সহ বিভিন্ন খেলার সামগ্রী মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র বিতরণ করা হয়েছে।ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার অজিত কুমার এবং ডেপুটি কমান্ডিং অফিসার গৌরব কুমার জানান বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সারা বছরব্যাপীই কিছু না কিছু অনুষ্ঠান করে থাকে।আজকের এই অনুষ্ঠান তারই প্রতিফলন।আগামীদিনেও এ ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।