বিধানসভার ৬০টি আসনের মধ্যে সাকুল্যে ২৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল।নির্বাচনে ২৮ প্রার্থীর প্রচারে ৩৭ জন তারকা প্রচারক।তারকা প্রচারকের তালিকায় মমতা,অভিষেক থেকে মুনমুন।৩৭ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে তৃণমূলের তরফে বলা হয়েছে,মমতা বন্দোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে ত্রিপুরায় নতুন যূগ আসতে চলেছে।বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব ত্রিপুরায় আসছেন।