রাজ্যের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ও সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে রাজ্যের সাংবাদিকদের অবগত করতে আগামী ২৬ – ২৭ শে অক্টোবর আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের কর্মশালা।কর্মশালায় ট্রেইনার হিসেবে থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তথা আন্তর্জাতিক মাল্টিমিডিয়া ট্রেইনার রাজীব নন্দী। সহায়ক ট্রেইনার হিসেবে থাকছেন মোঃ মাসুদ ও এমাদুল হাসান।এই দুই দিনের কর্মশালায় ওয়েব জার্নালিজম,মোবাইল জার্নালিজম, নিউজ এডিটিং, ক্যামেরা ফ্রেমিং,ক্যামেরার শব্দ ও আলোকসম্পাত, ভুয়ো সংবাদের দৌরাত্ব,ইন্টারনেটে ভুয়ো সংবাদ চেনার উপায়,মোবাইল লাইভ করার কারিগরি দিক, মোবাইল সাংবাদিকতার নীতি নৈতিকতা সহ আরো বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।এই কর্মশালায় প্রশিক্ষণ নিতে ইচ্ছুক সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের আগামী ১৫ই অক্টোবর ২০২৩ এর মধ্যে আগরতলা প্রেস ক্লাবে নাম নথিভুক্ত করাতে অনুরোধ করা হচ্ছে।কর্মশালায় প্রশিক্ষণ নিতে হলে নাম নথিভুক্ত করানো বাধ্যতামূলক।দুই দিনের কর্মশালা চলাকালীন প্রশিক্ষণার্থীদের আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুধু ওয়ার্কিং লাঞ্চ দেওয়া হবে,আসা যাওয়া ও থাকার কোনো ধরনের খরচ ক্লাব কতৃপক্ষ বহন করবেনা বলে জানান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে।