চারিদিকে নেশার রমরমা থাকলেও ব্যতিক্রম শুধু মধুপুর থানা এলাকা।শুক্রবার দুপুরে কোর্টের নির্দেশে আমতলীর চাঞ্চল্যকর শাশুড়ি,বউ জোড়া হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড সমরজিৎ চৌধুরীকে কোর্টে হাজিরা না দেওয়ার অপরাধে গ্রেপ্তার করতে গিয়ে বাড়ি থেকে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় মধুপুর থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা গেছে দুই তিন মাস আগে আমতলী হাঁপানিয়া এলাকায় শাশুড়ি ও বউকে বাড়ির গেইটের সামনেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করে হত্যা করেছিল নিজ জামাই সমরজিৎ চৌধুরী।ওই হত্যাকাণ্ডের পর জেল থেকে জামিনে মুক্ত হয়ে খামারহাটি এলাকার নিজ বাড়িতে এসে দিব্যি অবৈধ নেশা কারবার শুরু করে সমরজিৎ।অন্যদিকে কোর্টের তরফে বারবার সমন নোটিশ করা সত্ত্বেও নির্দিষ্ট তারিখে কোর্টে হাজির হচ্ছিল না সমরজিৎ।ফলে কোর্ট থেকে তার গ্রেফতারি পরোয়ানার নির্দেশ জারি হয়।কোর্টের সেই নির্দেশ মোতাবেক শুক্রবার দুপুরে মধুপুর থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর নিয়ে ঘেরাও করে খামারহাটি এলাকার সমরজিৎ এর বাড়ি।তখনই সমরজিৎকে গ্রেফতারের পাশাপাশি তার বাড়িতে গাঁজা মজুতের বিষয়টি নজরে আসে পুলিশের।ফলে পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৭০০ গ্রাম শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।এখন পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে কোর্টে প্রেরণ করবে বলে জানিয়েছেন ওসি দেবজিৎ চ্যাটার্জী।
































