<p dir="ltr"><em><strong>২৩ কেজি শুঁকনো গাঁজা সহ আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে আটক রাজ্যে ও বহিঃ রাজের দুই মহিলা।জানা গেছে একজনের নাম মীনাক্ষী দেবনাথ বাড়ি দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার ও অপরজনের নাম সাবিনা বিবি বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে।</strong></em></p>