বিশালগড় মন্ডল ভিত্তিক এক দিবসীয় কনভেনশন শুক্রবার শুরু হয়েছে টাউন গার্লস স্কুল মাঠে।বিশালগড় মন্ডলের অন্তর্গত প্রায় আড়াই হাজার দলীয় পদাধিকারীরা উক্ত কনভেনশনে অংশগ্রহণ করেছে।প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বলেন এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য ত্রিপুরা থেকে দুই এর অধিক সংসদ পাঠানো নয়, এর মূল উদ্দেশ্যই হচ্ছে বিরোধীদের বক্তব্যকে ভুল প্রমাণিত করা অর্থাৎ ভোটের হার পঞ্চাশের অধিক নিয়ে যাওয়া।কারণ শত চেষ্টা সত্ত্বেও ত্রিপুরা থেকে দুটির বেশি আসন লোকসভায় পাঠানোর সম্ভব নয়।বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব জানান মন্ডলের সব কয়টি পঞ্চায়েত মেম্বার,কাউন্সিলার, মন্ডলের এস.টি মোর্চা,এস.সি মোর্চা,ওবিসি মোর্চা,মাইনোরিটি মোর্চা,কৃষান মোর্চা,মহিলা মোর্চা,যুব মোর্চা এবং সব কয়টি বুথ কমিটি সহ পৃষ্ঠা প্রমুখরা উক্ত কনভেনশনে অংশগ্রহণ করেছে।শুক্রবার বিশালগড় মন্ডলের এই কনভেনশনের মধ্যে দিয়েই রাজ্যভিত্তিক দলীয় কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী,সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা।