কমলাসাগর মন্ডলের উদ্যোগে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় একের পর এক যোগদান সভার ফলে বিরোধীদের কপালে একপ্রকার চিন্তার বাজ পড়েছে।শুক্রবার কমলাসাগর বিধানসভার রাজ্যশ্বরী নগরে ২৫ নং বুথে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে মন্ডল সভাপতি সুবীর চৌধুরীর নেতৃত্বে।উক্ত যোগদান সভায় ২১ পরিবারের ৬৪ জন সংখ্যালঘু ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে সামিল হয়েছে।আজকের যোগদান সভাটি ছিল কমলসাগর মন্ডলের সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মধ্যে পঞ্চম যোগদান সভা।ফলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটাররা যেভাবে বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে তাতে বিরোধীদের যে কড়া চ্যালেঞ্জের মুখে যে পড়তে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।এদিকে দলত্যাগীদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ মাইনরিটি মোর্চার সম্পাদক আব্বাস আলি,মন্ডল সভাপতি সুবীর চৌধুরী,সহ-সভাপতি দুলাল সরকার এবং সিপাহীজলা উত্তরের সাংগঠনিক সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা।