সিপিএমের দীর্ঘদিনের কার্যকর্তা ১০ বছরের প্রাক্তন প্রধান বজলু মিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে অবশেষে বিজেপিতে শামিল হয়েছে।বুধবার কমলাসাগর মন্ডলের উদ্যোগে পাথারিয়াদ্ধার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১০নং বুথে অনুষ্ঠিত হয়েছে এই যোগদান সভাটি।এদিনের এই যোগদান সভার মধ্য দিয়ে চার পরিবারের ১৫ জন ভোটার বিজেপির পতাকাতলে সামিল হয়েছে।দলত্যাগীদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব,মন্ডল সভাপতি সুবীর চৌধুরী,ব্লক চেয়ারপার্সন ছন্দা দেববর্মা,যুব মোর্চার সম্পাদক বিকাশ সাহা,সিপাহীজলা উত্তরের মাইনরিটি মোর্চার সভাপতি স্বপন মিয়া,বজলু মিয়া সহ অন্যান্যরা।আসন্ন লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে কমলাসাগর মন্ডলের উদ্যোগে যেভাবে সংখ্যালঘু অংশের মানুষকে বিজেপিতে সামিল করছে তাতে আগামীদিনে বিরোধীদের যে, কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
































