১০০ বছর পুরনো গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দিচ্ছে জায়গার মালিক।ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগরে।খবর নিয়ে জানা গেছে মতিনগরের বাসিন্দা নাজির ভূঁইয়ার একটি জায়গা রয়েছে স্কুলের ঠিক উল্টোদিকে।আর এই জায়গার উপর দিয়েই ৫ নং ওয়ার্ডের প্রায় শতাধিক পরিবারের ৬০০ লোকজন প্রতিনিয়ত আসা যাওয়া করে আসছে গত ১০০ বছর ধরে।বছর দশেক আগে ওই চলাচলের রাস্তার পাশেই একটি বড় বিল্ডিং তুলে তারা।তখন গ্রামবাসীদের কোন আপত্তি ছিল না কারণ বিল্ডিংয়ের পাশেই ছিল চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা।সম্প্রতি তিন চার দিন আগে প্রয়াত নাজির ভূঁইয়ার সন্তানরা জায়গার সামনের যেটুকু খালি জায়গা ছিল তাতে প্রায় সবটা জায়গা জুড়েই বিল্ডিং এর কন্সট্রাকশনের শুরু করে দোকান ভিটি তৈরির লক্ষ্যে।আর এতেই ঘোর আপত্তি জানান গ্রামের শতাধিক পরিবারের কয়েকশত লোকজন।বৃহস্পতিবার সকালে গ্রামের মহিলারা একসাথে জড়ো হয়ে সাংবাদিকদের সামনে তাদের ক্ষোভ উগরে দেন এবং আজকেই তারা তাদের লিখিত অভিযোগটি এলাকার বিধায়িকা সহ পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে জমা করবেন বলে জানিয়েছেন।