বি এড কোর্স সম্পন্ন করে নেওয়ার পরও স্টাইপেন্ড পাচ্ছেন না তপশিলি অংশের ছাত্র-ছাত্রীরা । অনেকে ঋণ নিয়ে বহি রাজ্যের কলেজের ফি মিটিয়েছেন । প্রায় দুই বছরের মত সময় কেটে গেলেও মিলছে না স্টাইপেন্ড । ছাত্র-ছাত্রীরা বারবার দপ্তরে ধরনা দিলেও ফল মিলছে না । বিভিন্ন ছাত্র সংগঠন এ মর্মে ডেপুটেশন দেওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি গোর্খাবস্তিস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তর। সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি প্রতিনিধি দল তপশিলি জাতি কল্যাণ অধিকর্তার কাছে মেমোরেন্ডাম জমা দেয় । ছাত্র সংগঠন এদিন গোর্খাবস্তিস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভও দেখায় । সংগঠনের দাবি, অতি শীঘ্রই রাজ্যের তপশিলি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড মিটিয়ে দেয়া হোক ।না হলে আরও তীব্রতর হবে অধিকার আদায়ের আন্দোলন। এবিভিপি রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা জানান, স্টাইপেন্ডের বিষয়টি নিয়ে মঙ্গলবার দিল্লি গিয়ে কথা বলবেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী । সফটওয়্যার জনিত সমস্যার জন্য স্টাইপেন্ড প্রদানে দেরি হচ্ছে বলেও তাদের জানানো হয়েছে । যতটা দ্রুত সম্ভব স্টাইপেন্ড প্রদানের লক্ষ্যে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।এদিন এবিভিপির প্রতিনিধি দলে রাজ্য সহ সম্পাদক দিবাকর আচার্য,আগরতলার সম্পাদক দেবলীনা সরকারসহ অন্যরা ছিলেন । একই দাবিতে কিছুদিন পূর্বে সরব হয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। অন্যদিকে, উপজাতিদের স্টাইপেন্ড নিয়েও তিপ্রাসা সহ বিভিন্ন সংগঠন আন্দোলনে নামে।