বুধবার রাতে শ্রীমন্তপুর ও দুর্গাপুর ভারত বাংলা সীমান্তের তাঁরকাটা বেড়া সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় সোনামুড়া থানার পুলিশ।এগুলি বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় মজুদ করা হয়েছিল।পুলিশের উপস্থিতির আঁচ করতে পেরে এইসব নেশা সামগ্রী ফেলে দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।পুলিশ একটি এনডিপিএস দ্বারায় মামলা নথিভুক্ত করে মূল আসামিদের জালে তুলতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি তাপস দাস।