গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সকালে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অন্তর্গত বাতাদোলা গ্রাম পঞ্চায়েত এবং বিজয়নগর এডিসি ভিলেজ এলাকার জঙ্গলে পরিচালিত হল বড়সড় গাঁজা বিরোধী অভিযান।সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে এই অভিযান চলে।অভিযানকালে ২ লক্ষ ৮৭ হাজার গাঁজা গাছের চারা ধ্বংস করা হয়েছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।