সোমবার গভীর রাতে সোনামুড়া থানাধীন ধনিরামপাড়া এলাকায় দুটি গাঁজা বিরোধী অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে ওসি তাপস দাস।প্রথম অভিযানে ধনীরামপাড়া এলাকার বাসিন্দা ইন্দ্র কুমার দেববর্মা(৬০) বাড়িতে অভিযান চালিয়ে ১৪১ কেজি শুঁকনো গাঁজা সহ ইন্দ্র কুমার দেববর্মাকে আটক করতে সক্ষম হয়েছে।দ্বিতীয় অভিযানে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা ৩৮৬ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে সোনামুড়া থানার পুলিশ।সোনামুড়া থানায় ওসি হিসেবে কাজে যোগদান করার পর এটিই ওসি তাপস দাসের সবচাইতে বড় নেশা বিরোধী অভিযান।