রবিবার গোপন সূএের খবরের ভিত্তিতে
গাঁজা বিরোধী অভিযান সংঘটিত করে সোনামুড়া থানার পুলিশ।এদিন বিজয়নগর এডিসি ভিলিজের মতিনগর গ্রাম পঞ্চায়েত,কাটামুড়া, বাতাধূলা,বার্মা ডুম এলাকাশ তল্লাশি চালিয়ে মোট ১৯ টি প্লটে আনুমানিক ২ লক্ষ ২৮ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।