সিপাহীজলা গেস্ট হাউস সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে সাধারণের মধ্যে।উল্লেখ্য গত ২৩ মার্চ তেলিয়ামুড়ার কুইশারটিলা এলাকায় অভিজিৎ দাস ও তার স্ত্রী রুপা দাসের পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে অভিজিৎ তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তার স্ত্রীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে।উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 85/307/109/ 3(5) ধারায় ও আর্মস এক্টের 25/27 ধারায় একটি মামলা দায়ের করা হয় তেলিয়ামুড়া থানায় যার নম্বর TLM P.S Case No:21/2025।পুলিশ তদন্তে নেমে উক্ত ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুধবার মধ্যরাতে এডি নগর থানাধীন চারিপাড়া শ্মশানের একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেফতার করে আশীষ দেবনাথ তন্ময় দাস এবং অঙ্কুজ দত্তকে।গ্রেফতারের পর তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে বৃহস্পতিবার বিশালগড় থানাধীন সিপাহীজলা অভয়ারণ্যের গেস্ট হাউস সংলগ্ন জঙ্গল থেকে অঙ্কুজ দত্তের দিক নির্দেশনায় গুলিকাণ্ডে ব্যবহার করা চাইনিজ রিভলবারটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তেলিয়ামুড়া থানার পুলিশ।