রাজ্যে ডেঙ্গু সংক্রমণ বেড়ে চলেছে। সর্বাধিক আক্রান্তের সংখ্যা সিপাহীজলা জেলায়। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৩৭ জন। তবে কারোর অবস্থা আশঙ্কাজনক না হলেও চিকিৎসকরা সচেতন করেছেন সকলকে। বুধবার জিবি হাসপাতালের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠকে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কনক চৌধুরী বলেন, ডেঙ্গুর সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সচেতনতা জরুরী। ডেঙ্গু নতুন করে কোনো বিষয় নয়, কিন্তু ধনপুরে এবং কাঁঠালিয়ায় এর সংক্রমণ বাড়ছে।
সংক্রমণের প্রথম দিন সিপাহীজলা জেলা থেকে ১৬ জন, তারপরে ৭ জন, তারপরের দিন ১০ জন এবং এরপরের দিন আরও ৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন। শুধু সিপাহীজলা জেলাতেই নয়, রাজ্যের বিভিন্ন মহকুমা থেকেও ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন হাসপাতালে । ডাঃ চৌধুরী বলেন, ডেঙ্গু মোকাবেলায় জিবি হাসপাতাল সব ধরণের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। সংক্রমণ রুখতে হাসপাতালে আলাদা ওয়ার্ডকরা হয়েছে।