সিপাহীজলা জেলায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন সিপাহীজলা জেলার জেলাশাসক ডাঃবিশাল কুমার।বিশ্রামগঞ্জ জেলাশাসক অফিসের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান এখন পর্যন্ত সিপাহীজলা জেলায় মোট ২১১ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে।যার মধ্যে ৪৯টি একটিভ কেইস রয়েছে।বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।তিনি আরও জানান ডেঙ্গু নিয়ে অযথা ভয়ের কোন কারণ নেই।জেলার সীমান্তবর্তী এলাকাতে যেমন রয়েছে মেডিকেল টিম তেমনি গোটা জেলায় স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের উদ্যোগে চলছে বিভিন্ন ধরনের শিবির এবং বাড়ি বাড়ি গিয়ে সর্তকতা মূলক প্রচার কর্মসূচি।তাছাড়া টেস্টিং কিট সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও পর্যাপ্ত স্টক রয়েছে বলেও জানান তিনি।অন্যদিকে জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস এবং জেলা টিকাকরণ অফিসার ডাঃশর্বানী দেববর্মা জানান জেলাতে এ বছর মিশন ইন্দ্রধনুষ প্রকল্পে শূন্য থেকে দুই বছর শিশুদের মোট ১৩৩৭ জন শিশুকে এবং দুই থেকে পাঁচ বছরের ২৫৯ জন শিশুকে ও জেলার ৩৩৪ জন গর্ভবতী মহিলাকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।আগামী ৭ই আগস্ট মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সিপাহীজলা জেলার মিশন ইন্দ্রধনুস ৫.০ এর শুভারম্ভ করা হবে বলে জানান তিনি।